জেলা

দীর্ঘদিন রেশন না পাওয়ায় বিক্ষোভ গোঘাটে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ।

রেশনে পণ্য সামগ্রী না পাওয়ায় সোমবার সকালে গোঘাট দু’নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে কয়েক ঘন্টা ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।



স্থানীয় সূত্রে জানা গেছে, এই ব্লকের অন্তর্গত ৯টি পঞ্চায়েতের গ্রাহকরা রেশনের দাবিতে এদিন বিক্ষোভ দেখান। গ্রাহকদের অভিযোগ, তারা বছরের পর বছর ধরে রেশন কার্ড করার জন্য দরবার হয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কয়েকদিন আগে তাদের রেশনের সামগ্রী দেওয়ার জন্য একটি করে কুপন দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তারা কোনও সামগ্রী পাচ্ছেন না। এই মুহূর্তে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলকে রেশন দেওয়ার কথা বলছেন সেই জায়গায় তারা রেশন পরিষেবা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছেন। নির্দিষ্ট রেশন ডিলারকে জানানো হলেও তিনি বিষয়ে কর্ণপাত করছেন না। তাই বাধ্য হয়েই এদিন তারা বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন। অফিসের সামনে হাতে কুপন নিয়ে চলে বিক্ষোভ। অযথা জমায়েতের খবর পেয়ে বিডিও অফিস চত্বরে পৌঁছায় গোঘাট থানার বিশাল পুলিশবাহিনী। অযথা জমায়েতের অভিযোগে পুলিশ লাঠি উঁচিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। শেষ পাওয়া খবরে ভিডিও অভিজিৎ হালদার বিক্ষুব্ধ গ্রাহকদের কুপন সংগ্রহ করে রেখেছেন। তিনি জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে প্রতিটি পঞ্চায়েত ভিত্তিক মানুষরা এই কুপন সংগ্রহ করবেন। প্রত্যেকেই সরকারি নির্ধারিত পরিমাণমতো সামগ্রী পাবেন।


Loading

Leave a Reply