২৮ বছর ধরে চলা বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ৩২ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল বিশেষ আদালত। বিচারকরা জানিয়েছেন, ঘটনা পূর্ব-পরিকল্পিত ছিল না। আচমকা ঘটেছে এই ঘটনা। হঠাৎ ভিড়ের ফলে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে জোরালো সাক্ষ্য বলে কিছু নেই। বাবরি ধ্বংসের ভিডিও ছবি বিকৃত করা হয়েছে বলেও জানান বিচারক। আরও জানান, ‘যে ছবি তোলা হয়েছে, তার নেগেটিভ নেই সিবিআই-এর কাছে।’ আজকের এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবেন বলে জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।
অন্যদিকে রায় ঘোষণার পরই লাল কৃষ্ণ আডবাণীকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। আডবাণীকে ফোন করে শুভেচ্ছা জানান জে পি নাড্ডা। বাবরি ধ্বংস হয়েছিল বটে। কিন্তু কেউ ষড়যন্ত্র করে তা ভেঙে দেয়নি। জনতার রোষে ওই বিতর্কিত নির্মাণ ভেঙে পড়েছে, এর নেপথ্যে কোনও রাজনৈতিক নেতার উস্কানি কাজ করেনি বলে মত আদালতের। বুধবার লখনউয়ের বিশেষ সিবিআই আদালত যে রায় দিল, তার সারমর্ম এটাই।