রাজ্য

দুর্গাপুজোর থিমে এবার করোনার থিমের ভাবনা অনেক উদ্যোক্তারই

করোনার প্রভাব এবার পড়তে চলেছে বাংলার দুর্গা পুজোগএলিতে। সাত মাস পরেই দুর্গাপুজো। কলকাতার বিভিন্ন বড় ছোটো প্যান্ডেল গুলি তাদের প্যান্ডেলের থিম নির্বাচন অনেকদিন আগের থেকেই করে থাকে। এবার ছোট-বড় বেশ কয়েকটি প্যান্ডেলের থিম করোনা হবে বলে জানা যাচ্ছে। তবে ত্রিধারা, দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব এর কর্তারা বলছেন এবছর করোনায় যেহেতু সমস্ত মানুষ প্রভাবিত হয়েছেন। সেকারণে অনেকগুলি প্যান্ডেলেরই করোনার থিম হবে। তাই তাদের ভাবনায় করোনার থিম থাকলেও তারা এই থিম এড়িয়ে যাবেন।

তবে কলকাতার কবিরাজ বাগান সর্বজনীন পুজো উদ্যোক্তারা করোনা থিম হিসেবে বেছে নিয়েছেন। এ ব্যাপারে সব সদস্যরাই প্রায় এক মত। তাই দুর্গাপুজোতেও যে করোনা থাবা বসাচ্ছে তা বলাই বাহুল্য। বেশ কয়েকটি পুজো মণ্ডপ এবং প্রতিমার মধ্যে করোনার ছাপ পড়বে। সমসাময়িক ইস্যু হিসেবে সমস্ত ক্লাব মেম্বারদের থিম হিসাবে করোনা যে ভাবাবে তা বলাই বাহুল্য। তাই কলকাতা ছাড়াও বিভিন্ন জায়গার পুজোয় থাকছে করোনার ছাপ।

Loading

Leave a Reply