রাজ্য

দুর্গাপুজো কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর কান ধরে উঠবস-এর দাওয়াই।

দূর্গা পূজার ঢাকে কাঠি পড়তে চলেছে। আর কদিন পরেই মহালায়া। কিন্তু অন্যান্য বছরের তুলনায় পরিস্থিতি অনেকটাই আলাদা। ভোরের আলো ফোটার আগেই আশ্বিনের শারদপ্রাতে রেডিওতে বেজে ওঠার প্রাক মুহূর্ত থেকেই গ্রাম-গঞ্জ থেকে শহরতলীতে দুর্গা দুর্গতিনাশিনী আসছে এই আবাহাওয়া তৈরি হয়ে যায়। এবার এর ছন্দপতন ঘটেছে। বিভিন্ন পুজো কমিটি পুজোর বাজেট একেবারেই কমিয়ে ফেলেছেন। অনেক জায়গাতেই পুজো হবে একেবারেই ছোট করে।

এই পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতারা প্রচার এবং অপপ্রচারে ব্যস্ত। যেভাবে রাজ্যজুড়ে সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে তাতে করে এই জনগণের উৎসবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সামিল হবেন তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। ইতিমধ্যে একটি অংশ প্রচার শুরু করেছেন করোনার কারণে এবার আর মা আসছেন না। আর এই অপপ্রচারে ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন্ন দূর্গাপুজা নিয়ে তিনি বলেন, “অনেকেই বলছে যে দুর্গাপুজো করতে দেওয়া হবে না। এই ফেক খবর ছড়ানো হয়েছে। আমি পুলিশকে বলবো যারা এটা করেছে তাদের খুঁজে বের করতেই হবে। তাদের চড়-থাপ্পড় না মেরে ১০০ বার কান ধরে উঠবোস করাতে হবে। আমি দেখতে চাই। যদি সরকার এই কাজ করে থাকে, তাহলে আমি নিজে সবার সামনে কান ধরে উঠবোস করব। যে রাজনৈতিক দল‌ই এই কাণ্ড করছেন, তাদের বলি সব কিছুর একটা সীমারেখা থাকা উচিত।”

Loading

Leave a Reply