শুক্রবার রাতে দুর্গাপুর ডিএসপি কারখানায় গ্যাসের পাইপ লাইনে ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে কারখানা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্ল্যান্ট মেডিকেল ও সিন্টার প্লান্ট মধ্যবর্তী এলাকায় যে কোকওভেন গ্যাসের পাইপ লাইন গিয়েছে সেখানে কোনো কারণে আগুন লেগে যায়। গ্যাসের পাইপ লাইন থেকে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। তার মাত্র ১৫ ফুটের মধ্যে ছিল কারখানার ভেতরে থাকা একটি পেট্রল পাম্প। এটি কে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কারণ পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়লে মর্মান্তিক পরিণতি সম্ভাবনা ছিল। ঘটনার খবর পেয়ে ডিএসপি ও অয়েল স্টিল প্লান্ট এর সাতটি ফায়ার ব্রিগেডের গাড়ি তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আসেন ফায়ার বিভাগের ডিজিএম ভাস্কর মুখোপাধ্যায়, এনার্জি ম্যানেজমেন্ট বিভাগের কর্তাব্যক্তিরা। খবর পেয়ে এলাকায় যান তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত, তিনি বলেন পৌনে দশটা নাগাদ আগুন লাগে কাছে পেট্রলপাম্প থাকায় কারখানা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। এগারোটা নাগাদ আমাদের ফায়ার বিভাগের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।