মানবিকতা দেখাল পুরশুড়া থানার পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন পরীক্ষা দিতে বেরিয়ে কোনও সমস্যায় পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। পুলিশ পরীক্ষার্থীকে সাহায্য করবে। হলও তাই। মাধ্যমিক পরিক্ষা দিতে গিয়ে টোটো থেকে পরে দুর্ঘটনার কবলে পড়ে প্রতিবন্ধী মাধ্যমিক পরিক্ষার্থী কালীপদ চক্রবর্তী।
তখনই পুরশুড়া থানার পুলিশ পাশে দাঁড়িয়ে গুরুতর জখম অবস্থায় শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পরে তাকে হাসপাতালে চিকিৎসার পর মাধ্যমিক পরিক্ষার্থীকে পাঠানো হয় কেন্দ্রে। এই সহযোগিতার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পেরেছে ওই ছাত্র।
পুলিশ ঠিক কোন ভূমিকা পালন করল? পরীক্ষার্থীর পরিবার সূত্রে খবর, কালীপদ চক্রবর্ত্তী নামে ওই ছাত্র শ্যামপুর থেকে পুরশুরা বয়েজ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আসবার সময় চিলাডাঙ্গির কাছে টোটো থেকে পরে যায়। ঘটনাস্থলে পুরশুরা থানার ওসি শুবাজি গুহ ঘটনাস্থলে পৌছে আহত পরিক্ষার্থীর চিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার পর পুলিশ ভ্যানে করে পুরশুড়া পরীক্ষা কেন্দ্রে পৌছে দিয়ে পরিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশের এই মানবিকতায় অসংখ্য ধন্যবাদ জানান তাঁরা।