দেশ

দৃষ্টিহীনদের মোট চিহ্নিতকরণে বিশেষ অ্যাপ আনল আরবিআই

সম্পূর্ণ দৃষ্টিহীন, বর্ণান্ধ, আংশিকভাবে দৃষ্টিহীনদের নোট চেনার অসুবিধা দূর করতে নতুন মোবাইল অ্যাপ, মোবাইল এইডেড নোট আইডেন্টিফায়ার নিয়ে এলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। তবে নোটটি জাল কিনা তা অবশ্য বিশেষ অ্যাপটি নির্ধারণ করতে সক্ষম নয়। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে দৃষ্টিহীনদের ভারতীয় নোট চেনা এবং তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করতে নতুন পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক। নতুন অ্যাপের উন্মোচন করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এই মোবাইল অ্যাপ ব্যবহার করে দৃষ্টিশক্তিহীনরা মহাত্মা গান্ধী সিরিজ ও মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের  ব্যাংক নোটের অংক সহজেই চিনতে পারবেন। এমনকী নোট এর সামনের দিক বা পিছনের দিক অংশিক এমনকি অর্ধেক ভাঁজ করা নোটও কত টাকার তারা বুঝতে পারবেন।

অ্যাপটি হিন্দি বা ইংরেজি ভাষায় কত টাকার নোট তা বলে দেবে। এছাড়াও কম্পন শক্তির মাধ্যমে নোট এর অঙ্ক চিনতে পারবেন দৃষ্টিশক্তিহীনরা। গলার স্বর দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী। লোক ঠকানোর ঘটনা রুখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নতুন এই অ্যাপটিতে। বিনামূল্যে অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই বিশেষ অ্যাপ বলে রিজার্ভ ব্যাংক সূত্রে খবর।

Loading

Leave a Reply