দেশ

দেশজুড়ে চরম দুর্দিনেও মাইনে বাড়ছে হাজার হাজার কর্মীর

করোনা শুধু মানুষের জীবনে থাবা বসায়নি,জীবিকাতেও মারাত্মক রকমের প্রভাব ফেলেছে। প্রতিদিন সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের রুটি-রুজি। কাজ হারাচ্ছেন মানুষ। সব মিলিয়ে অর্থনীতি একপ্রকার ধুঁকছে। যদিও কেন্দ্র সরকার কুড়ি হাজার লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু তার পরেও মধ্যবিত্ত মানুষ খুশি নন। তাঁরা বলছেন টাকাতো আর সরকার সরাসরি একাউন্টে দেবেনা। লোন নিয়ে শোধ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতির কথা বলা হয়েছে তা বহু মানুষের ক্ষেত্রে পূরণ করা সম্ভব নয়। কাজেই কেন্দ্রের আর্থিক প্যাকেজ মধ্যবিত্তদের কতটা স্বস্তি দেবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে।

এই রকম এক পরিস্থিতিতে কর্মীদের মাইনে বাড়িয়ে দিয়ে একপ্রকার নজির সৃষ্টি করলো একটি বেসরকারি কোম্পানি। ভারতের সর্ববৃহৎ রং কোম্পানি এশিয়ান পেইন্টস যে সিদ্ধান্ত নিয়েছে তা অনেকটাই চমকে ওঠার মতো। এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোই নয় তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি মাইনে বাড়িয়ে দিচ্ছে বলে জানা গেছে।সেলসের কর্মীদের জন্য হাসপাতালে ভরতি থেকে স্বাস্থ্যবিমা সবই দেবে কোম্পানি। পার্টনার স্টোরগুলির স্যানিটাইজেশন থেকে ডিরেক্ট ক্যাশ সাপোর্টও দেবে কোম্পানি। এছাড়াও নিজেদের কনট্রাক্টরদের অ্যাকাউন্টে ৪০ কোটি টাকা দেবে এশিয়ান পেন্টস। সব মিলিয়ে এশিয়ান পেইন্টস এর কর্মীদের মধ্যে একপ্রকার উচ্ছ্বাস তৈরি হয়েছে। তারা বলছে সত্যি তারা ভাগ্যবান তাই এইরকম একটা কোম্পানিতে কাজ করছে।

Loading

Leave a Reply