দেশ

দেশবাসীর উদ্দেশে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশে ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত ৩২৫ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এসবের মাঝেই কালই জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ কাল ইচ্ছায় গৃহবন্দি থাকবে, যাতে এই রোগ আর ছড়িয়ে না পড়ে। ‌আর সেই সংক্রমণ রুখতেই ট্যুইটারে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক পোস্টে এক বড় সমস্যার কথা লিখেছেন।  আমার সবার কাছে এটাই প্রার্থনা যে আপনি যে শহরে রয়েছে, দয়া করে কিছুদিন সেই শহরেই থাকুন ৷ রেল স্টেশন, বাস ডিপোগুলিতে ভিড় করে আমরা নিজেদের স্বাস্থ্য নিয়েই খেলা করছি ৷

দয়া করে এখন নিজের এবং নিজের পরিবারের জন্য চিন্তা করুন ৷ অত্যন্ত প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না ৷ করোনা আতঙ্কে আমার অনেক ভাই বোন নিজের কর্মস্থল শহর ছেড়ে গ্রামের দিকে ফিরে যাচ্ছেন। কিন্তু ভিড়ে যাতায়াত করলে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেশি থাকে। আপনারা যেখানে যাচ্ছেন, সেখানের মানুষের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। এর ফলে গ্রামে আপনার পরিবারের সমস্যা বাড়বে। প্রধানমন্ত্রীর এই আশঙ্কা সঠিক তা গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়া থেকে স্পষ্ট। আগের থেকে অনেক দ্রুত ছড়াচ্ছে এই রোগ। তার মাঝে এই যাতায়াত চলতে থাকলে সমস্যা বাড়বে। তাই সকলের সাবধানতার উদ্দেশেই প্রধানমন্ত্রীর এই বার্তা।

Loading

Leave a Reply