দেশ

দেশের কোন রাজ্যে কোথায় খোলা হয়েছে করোনা পরীক্ষা কেন্দ্র, দেখে নিন এক নজরে

দিন দিন ভারতে প্রভাব বাড়ছে করোনা ভাইরাসের। কেন্দ্র সরকারের পাশাপাশি সমস্ত রাজ্যের প্রশাসন করোনা মোকাবিলায় তৎপর হয়েছে। করোনা পরীক্ষা করার জন্য ভারতে ৫২ টি সেন্টার খোলা হয়েছে। বিভিন্ন রাজ্যের কোথায় কোথায় রয়েছে ওই সেন্টারগুলি। দেখে নিন এক নজরে। পশ্চিমবঙ্গ ১): ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড এন্টেরিক ডিজিজ – কলকাতা , ২) আইপিজিএমই আর -কলকাতা অন্ধ্র প্রদেশ – ৩) শ্রী ভেঙ্কটেশ ইন্সিটিটিউট অব মেডিকেল সায়েন্স – তিরুপতি ৪) জিএমসি -অনন্তপুর । ৫) আন্দামান এবং নিকোবর – ৬)রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার ,পোর্ট ব্লেয়ার । অসম -৭) গুয়াহাটি মেডিকেল কলেজ ৮)রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার,ডিব্রুগড়। বিহার -৯) রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট -পাটনা ।

চণ্ডীগড়- ১০)পোস্ট গ্রাজুয়েট ইন্সিটিটিউটে অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। ছত্তিসগড় -১১)অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স,রায়পুর । দিল্লি -১২) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স -দিল্লি ১৩)ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল -দিল্লি। গুজরাট – ১৪)বীজে মেডিকেল কলেজ ,আহমেদাবাদ ১৫) এমপি শাহ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ -জামনগর । ১৬) বিপিএস গভর্মেন্ট মেডিকেল কলেজ -সোনিপাত। হরিয়ানা -১৭) পণ্ডিত বিডি শর্মা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস -রোহতাক

হিমাচল প্রদেশ -১৮)ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ -সিমলা ১৯) ডাক্তার রাজেন্দ্র প্রাসাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ – টান্ডা । জম্মু & কাশ্মীর -২০) শের -ই -কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স -শ্রীনগর ২১) গভর্নমেন্ট মেডিকেল কলেজ -জম্মু । ঝাড়খণ্ড -২২)এমজিএম মেডিকেল কলেজ ,জামশেদপুর ।কর্ণাটক – ২৩) ব্যাঙ্গালুরু মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট,বেঙ্গালুরু ২৪) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ফিলড ইউনিট -বেঙ্গালুরু ২৫) মাইসোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট -মাইসোর ২৬) হাসান ইন্সিটিটিউট অব মেডিকেল সায়েন্স -হাসান ২৭) শিমোগা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স -শিমোগা । কেরালা -২৮) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ফিলড ইউনিট- কেরালা ২৯) গভর্নমেন্ট মেডিকেল কলেজ -ত্রিভান্দ্রাম ৩০) গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ -কোজিকোর। মধ্যপ্রদেশ – ৩১) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স -ভোপাল ৩২) ন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অফ ট্রাইবাল হেলথ -জব্বলপুর। মেঘালয় -৩৩) নেইগ্রি অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, শিলং।

মহারাষ্ট্র -৩৪)কস্তুরবা হসপিটাল ফর ইনফেকসাস ডিজিজ -মুম্বই ৩৫) ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট মেডিকেল কলেজ -নাগপুর । মণিপুর – ৩৬) জেএন ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস। ওড়িশা -৩৭)রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার , ভুবনেশ্বর । পুদুচেরি – ৩৮) জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন &রিসার্চ। পাঞ্জাব ৪০)-গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ -পাতিয়ালা। রাজস্থান -৪১) সাবাই মানসিংহ -জয়পুর ৪২)ডাক্তার এসএন মেডিকেল ,যোধপুর ৪৩) ঝালাবার মেডিকেল কলেজ -ঝালাবার রাজস্থান ৪৪) এসপি মেডিক্যাল কলেজ -বিকানির। তামিল নাড়ু -৪৫)কিংস ইন্সিটিটিউট অব প্রিভেন্টিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ -চেন্নাই ৪৬)গভর্নমেন্ট মেডিকেল কলেজ -ঠেনি । ত্রিপুরা -৪৭)গভর্নমেন্ট মেডিকেল কলেজ আগরতলা । তেলেঙ্গানা৩৮) গান্ধী মেডিকেল কলেজ সেকেন্দ্রাবাদ। উত্তর প্রদেশ ৪৯) কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি। লখনও ৫০) ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-বেনারস হিন্দু ইউনিভার্সিটি। ৫১) জওহরলাল নেহরু মেডিকেল কলেজ আলিগড়। ৫২) গভর্নমেন্ট মেডিকেল কলেজ হল দোওয়ানি।

Loading

Leave a Reply