দেশ

দেশের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুর তালিকায় পয়লা নম্বরে কোহলি

ফের দেশের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুর শীর্ষ তালিকায় বিরাট কোহলি। এই নিয়ে টানা তিন বছর সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু ভারতীয় সেলিব্রিটি হলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। তিনি পেছনে ফেলেছেন বলিউড স্টার শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাডুকোন, অক্ষয় কুমারের মতো তারকাদের। এমনকী ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্দুলকার, রোহিত শর্মাদের থেকেও অনেকটা এগিয়ে বিরাট। ২০১৯ সালে কোহলির ব্র্যান্ড ভ্যালু ছিল ২৩৭.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৬৯২ কোটি টাকা।

যা তাঁর ২০১৮ সালের ব্র্যান্ড ভ্যালুর তুলনায় ৩৯ শতাংশ বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তাঁর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৫৫.৩শতাংশ। ২০১৮ সালে অক্ষয়ের ব্র্যান্ড ভ্যালু ছিল ১০৪.৫ মিলিয়ন ডলার। যৌথভাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। তাঁদের ব্র্যান্ড ভ্যালু ৯৩.৫ মিলিয়ন ডলার। তাঁরা দুজনে স্বামী-স্ত্রী। এই সেলিব্রিটি দম্পতির ব্র্যান্ড ভ্যালু একই। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শাহরুখ খান। তাঁর ব্র্যান্ড ভ্যালু ৬৬.১। তবে ব্র্যান্ড ভ্যালুতে মেয়েদের মধ্যে সেরা দীপিকা। এনিয়ে দ্বিতীয়বার তিনি মেয়েদের মধ্যে শীর্ষস্থান দখল করলেন।

Loading

Leave a Reply