জেলা দেশ রাজ্য

দেশের ২২টি জেলা করোনামুক্ত, রয়েছে বাংলার দুই জেলা, একনজরে দেখে নিন তালিকা

করোনা মোকাবিলায় লকডাউন যে অন্যতম ‘প্রতিষেধক’ তা বারবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের মেয়াদ বাড়ানোর এবার সুফল মিলল বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেশের ১২টি রাজ্যের ২২টি জেলাকে করোনামুক্ত হিসেবে ঘোষণা করা হল। তারমধ্যে বাংলার জলপাইগুড়ি ও কালিম্পং এই দুটি জেলা রয়েছে। জানা গিয়েছে, ওই জেলাগুলিতে গত ১৪ দিনে কোনও আক্রান্তের খোঁজ মেলেনি। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছিলেন, আলিপুরদুয়ার, কোচবিহার, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমানের মতো রাজ্যের ১০টি জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের কোনও মেলেনি।



যদিও কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এরাজ্যের দুটি জেলা করোনামুক্ত বলে ঘোষণা করল কেন্দ্র। সেই দুই জেলা হল জলপাইগুড়ি ও কালিম্পং। এছাড়াও দেশের আরও ২০ টি জেলা রয়েছে কেন্দ্রীয় তালিকায়। সেগুলি হল, বিহারের ভাগলপুর, গোপালগঞ্জ, লখীসরাই, রাজস্থানের উদয়পুর এবং ঢোলপুর, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা, মণিপুরের থৌবল, কর্নাটকের চিত্রদুর্গ, পাঞ্জাবের হসিয়ারপুর, হরিয়ানার রোহতক ও চরকি দাদরি, অরুণাচল প্রদেশের লোহিত, ওড়িশার ভদ্রক ও পুরী, অসমের করিমগঞ্জ, গোলাঘাটা, কামরূপ(গ্রামীণ), নলবাড়ি, দক্ষিণ সালমারা, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।


Loading

Leave a Reply