ইলেকট্রিক ট্রান্সফর্মারে ধাক্কা মেরে পালিয়ে যাবার সময় মা ও ছেলেকে পিষে দিল একটি দুধের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের। মর্মান্তিক দুর্ঘটনাটি ধনিয়াখালির বেলমুড়ি এলাকার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা গাড়ির চালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ধনিয়াখালি থানার বিশাল পুলিশবাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলমুড়ি গোলবাড়ী এলাকার এগারো হাজার ইলেকট্রিক টানাসফর্মারে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি দুধের গাড়ি। সঙ্গে সঙ্গে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এলাকায় হইচই শুরু হতেই গাড়ি ঘুরিয়ে দ্রুত গতিতে ধনিয়াখালির দিকে যাবার সময় বেলমুড়ি এলাকায় মা ও ছেলেকে পিষে দেয় দুধের গাড়িটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় মা কল্পনা বাউল দাস(৪৫) এবং ছেলেবাপন বাউল দাসের(২২)। সেখান থেকে পুনরায় দ্রুতগতিতে পালিয়ে যাবার সময় ধনিয়াখালির বোসো এলাকায় একটি গাছে ধাক্কা মারে গাড়িটি।
স্থানীয়রা চালক কে বেধড়ক মারধর শুরু করে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় ধনিয়াখালী থানার বিশাল পুলিশ বাহিনী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পুলিশ।