প্রেমের সম্পর্কে ভাঙ্গন। প্রেমিকার গলায় ছুরি প্রেমিকের। ঘটনায় চাঞ্চল্য হুগলির ধনেখালির কাছারিপাড়া এলাকার। কয়েক বছর আগে কাছারিপাড়ার ১ যুবতীর সাথে ঘনশ্যামপুরের আসগর মল্লিকের প্রেমের সম্পর্ক গোড়ে ওঠে।ধনেখালি শরৎ সেন্টেনারী কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী, প্রমিক আসগর মিলের শ্রমিকের কাজ করে। যত দিন গড়াচ্ছিল, প্রেমের সম্পর্ক আরও মধুর হচ্ছিল। কলেজের ফাঁকে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত বলে সূত্রের খবর।
প্রেমিকার পরিবারের লোক জানিয়েছে গত কাল রাত আটটা নাগাদ আসগর বাড়িতে আসে বই চাওয়ার অজুহাতে। পরে যুবতীর পাড়ার ঘরে ঢুকে গলায় ধারলো ছুরি চালায়। লুটিয়ে পড়ে সে। রক্তাক্ত অবস্থায় প্রথমে ধনেখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটল তা স্থানীয়দের কাছে এখনও ধোঁয়াশার। অভিযুক্ত প্রেমিক যুবকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।