জেলা রাজ্য

নদীয়ার তেহট্টে একই পরিবারের ৫ জন আক্রান্ত হতেই আতঙ্কে বিভিন্ন বাজার শুনশান

এতদিন কলকাতা শহরে করনা আক্রান্তের খোঁজ মিললেও রাজ্যের কোনও জেলায় আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। কিন্তু শুক্রবার নদীয়ায় একই পরিবারের পাঁচ জন আক্রান্তের খোঁজ মেলায় উদ্বেগ বেড়েছে রাজ্যবাসীর। দিল্লি থেকে ওই পরিবার নদীয়া জেলার তেহট্টে এসেছিল বলে খবর। যদিও এই নিয়ে ধন্দ তৈরি হয়েছে। দিল্লি থেকে ওই পরিবারের রাজ্যে আসার খবর স্বাস্থ্য মন্ত্রক দেয়নি বলে অভিযোগ তুলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। একই পরিবারের তিন শিশু সহ ৫ জন আক্রান্ত হওয়ায় এ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে এক ধাক্কায় ১৫ হয়েছে।

জানা গিয়েছে, দিল্লিতে ওই পরিবার একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে লন্ডন থেকে এক ব্যক্তি এসেছিলেন। পরে তিনি করোনায় আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে ভর্তি আছেন। এদিকে নদীয়ায় করোনা আক্রান্তের খোঁজ মিলতেই জেলাজুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। নদীয়ার রানাঘাট সহ বিভিন্ন বাজার কার্যত সকাল থেকেই শুনশান হয়ে গেছে। এমনকী এই আতঙ্ক এসে পৌঁছেছে পাশের জেলা পূর্ব বর্ধমানেও। সেখানকার দাঁইহাট বাজার বন্ধের নির্দেশ দিয়েছে পৌরসভা। পাঁচ আক্রান্তের খবরে মানুষ বাইরে বেরোনো অনেকটাই বন্ধ করে দিয়েছেন বলে খবর।

Loading

Leave a Reply