জেলা

নবম শ্রেনির মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে।

অবশেষে রক্ষকই ভক্ষক। নবম শ্রেণির এক ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল খোদ পিতার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে দঃ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নিরযাতিতা মেয়ে এবং পরিবারের বাকি সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়াল নতুনহাট কাজিপাড়া এই নক্কার জনক ঘটনার সাক্ষী। অভিযুক্তের নাম তপন ভাঙ্গর।

নিজের মেয়েকেই তপন দিনের পর দিন ভয় দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ নির্যাতিতা মেয়ের। তার বাবা তপন ভাঙ্গড় দীর্ঘ দুই বছর ধরে মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিল। অভিযোগ, বাবা তার মেয়েকে ভয় দেখিয়ে কাউকে না জানানোর হুমকি দেয়। বাবার ভয়েই সে কাউকে ঘটনার কথা বলতে পারেনি। অবশেষে সেই নির্যাতিতা বাবার এই অমানসিক অত্যাচার আর সহ্য করতে না পেরে, পিসির কাছে সমস্ত ঘটনা খুলে বলে।

এরপর নির্যাতিতার পিসি সেই ঘটনা স্থানীয় পঞ্চায়েত সদস্য হাসেম লস্করকে জানালে, তিনি বলেন বিষয়টিকে মিটিয়ে নেওয়ার জন্য। কিন্তু সেই কথায় প্রাধান্য না দিয়ে, নির্যাতিতার পরিবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Sponsor Ad

Loading

Leave a Reply