ইতিমধ্যেই পুরভোটের আগে শোভনকে সক্রিয় করার জন্য জেপি নাড্ডা রাজ্য নেতৃত্বের কাছে বার্তা পাঠিয়েছেন। এমনকী বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কলকাতা পৌরসভা নির্বাচনে শোভনকে মুখ করেও লড়াইয়ে যেতে পারে গেরুয়া শিবির। এদিকে কিছুদিন আগে অবশ্য শোভনের তৃণমূলের ঘরওয়াপসি নিয়ে চরম জল্পনা চলছিল। যদিও জেপি নাড্ডার শোভনকে সক্রিয় করার বার্তার পর অবশ্য অনেকেই মনে করছিলেন তৃণমূলের দরজা হয়তো শোভনের জন্য বন্ধ হতে বসেছে। এমনকী শোভনের বিধানসভা কেন্দ্রে দলের দায়িত্ব রত্না চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার পর সেই সম্ভাবনাকে এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে আর হয়তো তৃণমূলে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেল শোভনের।
কিন্তু হঠাৎ করেই আজ সেই সম্ভাবনা ফের উজ্জ্বল হয়ে উঠল। আজ হঠাৎ করেই নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আশা ঘিরে নতুন রাজনৈতিক অংক শুরু হয়েছে বাংলায়। বৈশাখী দেবী এর আগে বেশ কয়েকবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করলেও শোভনের তৃণমূলে ফেরা নিয়ে তেমন কোনও ইঙ্গিত অবশ্য পাওয়া যায়নি। কিন্তু এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতি নতুন করে সেই জল্পনাকে উস্কে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি এবার শেষ চেষ্টা করছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক সচেতন মানুষের মনে।