ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট।পশ্চিম ত্রিপুরা:-রাজন্য আমল থেকেই কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সূচনা। রাজন্য আমলে রামকুমার পাঠশালা নামে প্রথম স্থাপিত হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে বিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে বর্তমানে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নামে পরিচিত। কল্যাণপুরের বাসিন্দা রাম কুমার তালুকদার এই বিদ্যালয়ের জন্য তৎকালীন সময়ে জমি দান করেছিলেন।এই বিদ্যালয়কে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। জানা গেছে এই বিদ্যালয়ের বয়স প্রায় ৯০ বছর।
অনেক চড়াউ উতরাইয়ের সাক্ষী এই বিদ্যালয়। এরই মধ্যে কল্যাণপুর এলাকার সামগ্রীক উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়েরও উন্নয়ন হয়। বর্তমানে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা হাজারেরও বেশী। শিক্ষক- অসিক্ষক কর্মচারী প্রায় ৫০ জনের উপর। এরই মধ্যে পুরনো বিদ্যালয়টির হাল বেহাল হওয়ায় দাবি ওঠে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের। প্রায় ৫ কোটি টাকা ব্যয় করে নতুন রুপে নতুন ভাবে মাথায় তুলে দাড়ায় বিদ্যালয়ের নতুন ভবনটি। আগামী ১২ ফেব্রুয়ারী এই নব নির্মিত ভবনের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কাজ শেষ পর্যায়ে। চলছে শেষ তুলির টান।