দেশ

নাগরিকত্ব ইস্যুতে অগ্নিগর্ভ যোগীর রাজ্য। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস।

নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপ্রদেশের আলিগড়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে বিক্ষোভকারীদের হঠাল পুলিস। উত্তেজনা যাতে না ছড়ায় সেকথা মাথায় রেখে শহরে ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে করা হয় ইন্টারনেট পরিষেবা।

সূত্র থেকে জানা গেছে, রবিবার বিকেলে পুরনো আলিগড়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়াদের সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ শুরু হয়। আলিগড় জেলার ডিএম চন্দ্রভানু সিংয়ের দাবি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ওই পাথর ছোড়ার ঘটনার জন্য দায়ি। ওইসব ছাত্রীদের চিহ্নিত করার চেষ্টা করছি। যে সব সম্পত্তির ক্ষতি হয়েছে তার হিসেব চলছে। ওই সম্পত্তির দাম পড়ুয়াদের কাছ থেকে আদায় করা হবে। জেলাশাসক আরও বলেন, পড়ুয়ারা পলিসের গাড়িতে পাথর ছুঁড়েছে ও জামা মসজিদ এলাকার একটি ট্রান্সফর্মার জ্বালিয়ে দিয়েছে পড়ুয়ারা। বাধ্য হয়েই পুলিসকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। সব মিলিয়ে এই ঘটনায় কার্যত বন্ধের চেহারা নিয়েছে যোগীর রাজ্য।

Loading

Leave a Reply