সোশ্যাল মিডিয়ায় ক্রমশ আক্রমণের শিকার হচ্ছেন সোনাম কাপুর। তার কারণ অবশ্য তার একটি পোস্ট কে কেন্দ্র করে। ওই পোস্টে সোনাম কাপুরের একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিছু কথা বলেছিলেন। সাক্ষাৎকারটি টুইটারে পোস্টও করেন। তাতে দেখা যাচ্ছে সোনম জানিয়েছেন, নারীদের ক্ষমতায়ন বিষয়টি বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি মনে করি বিশ্বের নিরিখে আমরা নারীরা সবসময় দ্বিতীয় শ্রেণীর নাগরিক।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। কারণ কোনও নারী তাদের নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মানতে নারাজ। এই মন্তব্যের প্রেক্ষিতে এক মহিলা টুইটারে লিখেছেন, এমন মন্তব্য দেখে আমি একটুও অবাক হইনি। শুধু জানতে চাই কখন এটা শেষ হবে। তার উত্তরে অবশ্য নাম লিখেছেন, এই মুহুর্তের কি ভয়ানক লিঙ্গ, শ্রেণী, বর্ণ বৈষম্য শুরু হয়েছে তাই না। যদিও আমি মনে করি তারা অন্ধ, তারা অজ্ঞ। যদিও সোশ্যাল মিডিয়ার মানুষজন সোনমের এই মন্তব্য কোনোভাবেই মানতে রাজি নন। তারা লিখেছেন, তারা মনে করেন না যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে। তারা মনে করেন, যে কেউ তার নিজস্ব শক্তিতে বলিয়ান। তাই সোনমের পাল্টা কমেন্ট ঘিরে সমালোচনা চলছেই।