নার্স মানে নার্সিং। আর নার্সিং মানে এক নিবেদিতপ্রাণ। সেবা দানকারী সত্তা। একজন নার্স অন্ধকার থেকে আলোর পথ দেখায়। আজ হাতেনাতে টের পাচ্ছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে করোনা ভাইরাসের ভ্রুকুটিকে উপেক্ষা করেই জীবনের ঝুঁকি নিয়ে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই নার্সরা। প্রাণসংশয়, আতঙ্ককে পরোয়া না করেই গোটা বিশ্বজুড়ে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন নার্সরা। ঘর ছেড়ে দিন রাত এক করে কাজ করে চলেছেন তারা। শুধু দেশের গণ্ডির মধ্যে থেকেই নয় বিদেশেও একই পরিস্থিতি, একই ভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন নার্সরা। আজ তাই করোনা লড়াইয়ের যোদ্ধা নার্সদের ‘নার্স ডে’তে অভিবাদন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার আরামবাগ মহকুমা হাসপাতালে কর্তব্যরত নার্সদের শুভেচ্ছা বিনিময় করল আরামবাগের মোহনবাগান প্রেমিক ফুটবল দলের মানুষদের সংগঠন ‘আরামবাগ মেরিনার্স’। এদিন এই ক্লাবের সদস্যরা হাসপাতালে কর্তব্যরত নার্সদের শুভেচ্ছা বিনিময় করেন। তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ বিষয়ে ক্লাবের সদস্যরা জানিয়েছেন, এই করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন মানুষ গৃহবন্দী তখন সবকিছু ত্যাগ করে মানুষের জন্য কাজ করে চলেছেন নার্সরা। আমাদের সুস্থভাবে বাঁচতে সহযোগিতা করছে এই নার্সরাই। তাই নার্সদের কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ।