বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হল বাড়ি লাগোয়া একটি স্কুল সংলগ্ন এলাকা থেকে। মৃত ওই ব্যক্তির নাম জয়দেব মাঝি। তার বাড়ি পুরশুড়া থানার নিমডাঙ্গি এলাকায়।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন জয়দেব। বিভিন্ন আত্মীয় বাড়িতে শুরু হয় খোঁজাখুঁজির কাজ। মঙ্গলবার সকালে স্কুল সংলগ্ন এলাকায় তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। পরে খবর দেওয়া হয় পুরশুড়া থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। জয়দেবের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের লোকজন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, কী কারণে এই মৃত্যু তা জানা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।