বর্তমান কোভিড পরিস্থিতিতে যখন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে রেশন দুর্নীতি, কোথাও আমফানের ত্রাণের টাকা লুঠের অভিযোগ,নেতাদের পরিবারের সকলের চাকরির অভিযোগ উঠছে, তখন নিজের ফ্ল্যাট দলকে দান করে দিলেন বাঁশদ্রোণীর এলাকার সিপিআই(এম)-এর পার্টি সদস্যা ছায়া পালিত।এ ঘটনা দৃষ্টান্ত বইকি।
সিপিআই(এম)র জনস্বাস্থ্য আন্দোলনের ফ্রন্টাল সংগঠন পিপলস রিলিফ সোসাইটির হাতে ফ্ল্যাট দান করলেন এই সিপিআই(এম)কর্মী। তাঁর স্বামী প্রয়াত বিমল পালিতের স্মৃতির উদ্দেশে ফ্ল্যাটটি দান করেন তিনি। সোমবার সিপিআই(এম)এর চিকিৎসক নেতা ফুয়াদ হালিমের হাতে সমস্ত কাগজ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন ছায়া পালিত।
বর্তমান রাজনীতিতে দেখা যাচ্ছে মতাদর্শের প্রতি আনুগত্য ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। তুলনায় সুবিধাবাদের রাজনীতির নমুনাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। সেদিক থেকেও এই ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।