আট বছরের শিশুকন্যাকে খুন করল মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার যদুপুর গ্রামে। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে বাবার বাড়িতেই থাকতেন মহিলা। বুধবার দুপুর থেকে অভিযুক্তের হাবভাবে অস্বাভাবিকতা দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। গ্রামবাসীরা তাঁর ঘরে ঢুকে দেখতে পান ছোট্ট মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। শিশুটির বয়স মাত্র ৮ বছর। সবাই মিলে কারণ জানতে চাইলে অভিযুক্ত মহিলা অবশ্য স্বীকার করেন, তিনি নিজের কন্যাকে তিনিই গলা টিপে খুন করেছেন।
এরপরেই ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। শিশু খুনে অভিযুক্ত মাকে আটক করা হয়েছে। মেয়েটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এইঘটনায় চরম নৃশংসতার পরিচয় মিলল।