দেশ

নির্ভয়া কাণ্ডে মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আরজি খারিজের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রকের।

রাষ্ট্রপতিকে নির্ভয়ার ধর্ষক মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আরজি খারিজ করার প্রস্তাব দিল স্বরাষ্ট্রমন্ত্রক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই আরজি খারিজ করে দিলে মুকেশ সিংয়ের সামনে প্রাণ বাঁচানোর সমস্ত রাস্তাই বন্ধ হয়ে যাবে।

প্রসঙ্গত, নির্ভয়ার চার ধর্ষকের  ফাঁসির দিন ধার্য হয়েছিল ২২ জানুয়ারি। কিন্তু আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। কবে হবে ফাঁসি, সে সম্পর্কেও কোনও নির্দিষ্ট তথ্য মেলেনি। উল্টে তিহার জেল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাইল পাতিয়ালা হাউস কোর্ট। ফাঁসি নিয়ে জেলের ম্যানুয়ালে কী বলা রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে আদালত। সূত্রের খবর, জেলের তরফে দিল্লি প্রশাসনের কাছে ফাঁসির নতুন তারিখ জানতে চাওয়া হয়েছে।

কেন ২২ জানুয়ারি ফাঁসি হবে না?  জানা গিয়েছে, মুকেশ সিং রাস্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আরজি জানিয়েছে। সেই আরজি এখনও খারিজ হয়নি। এদিকে তিহার জেলের নিয়ম অনুযায়ী, কোনও আসামীর দয়াভিক্ষার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পরও ১৪দিন সময় দিতে হবে। সেই নিয়ম মানলে ২২ জানুয়ারি সকাল সাতটায় ফাঁসি দেওয়া সম্ভব হবে না। আবার দোষীদের মধ্যে পবন ও অক্ষয় এখনও কিউরেটিভ পিটিশন দাখিল করেনি। তারা যদি এই আরজি দাখিল করে, তবে ফাঁসির প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে। দিল্লি সরকার সূত্রে খবর, মুকেশের দয়াভিক্ষার আরজি খারিজ করার সুপারিশ করেছে কেজরিওয়াল সরকার। সেই আরজি দিল্লির উপ-রাজ্যপালের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। তিনিও মুকেশের আরজি খারিজের প্রস্তাব  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সেই প্রাণভিক্ষার আরজি খারিজের প্রস্তাব  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠানো হয়েছে। সবমিলিয়ে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Loading

Leave a Reply