দাবানলের জেরে ফের জরুরি অবস্থা জারি হল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে সেখানকার দাবানল। গত বছর নভেম্বর এবং ডিসেম্বরে একই কারণে কিছুদিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল অস্ট্রেলিয়ার প্রদেশে। সেগুলি অবশ্য এক সপ্তাহের বেশি স্থায়ী হয়নি। কিন্তু এবার পরিস্থিতি তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাই এ কথা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে তারা মনে করলে অবিলম্বে কোন এলাকা খালি করার নির্দেশ দিতে পারেন বাসিন্দাদের বাড়ি ছাড়তে বাধ্য করতে পারেন তারা শুক্রবার সকাল থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে সেখানে। তবে প্রাণ বাঁচাতে সেখানকার অনেক এলাকাতেই ঘরবাড়ি ছেড়ে মানুষ বাইরে চলে যাচ্ছেন।
আগুন থেকে বাঁচতে গত কয়েকদিন ধরে দক্ষিণের সমুদ্রতটে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। ছাই ও ধোঁয়ার দাপটে সেখানেও ঠিকভাবে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। গরম এবং হাওয়ার দাপটে ক্রমেই ছড়িয়ে পড়ছে আগুন। বৃহস্পতিবার সকালের দিকে হাওয়ার বেগ কমলেও হাজার হাজার মানুষ এলাকা ছাড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এর ফলে রাস্তা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অনেক জায়গায় রাস্তা বন্ধ থাকায় এলাকার বাইরে বেরোতে পারছেন না বাসিন্দারা।
অনেকে আবার গাড়ির মধ্যেই ঘন্টার পর ঘন্টা পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। অন্যদিকে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, শনিবার পরিস্থিতি নতুন করে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ওই দিন থেকে তাপমাত্রা আরও বাড়বে পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে। এই ঘটনায় সরকারের পরিবেশ নীতি নিয়ে সব মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দাবানল দিনদিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অস্ট্রেলিয়া জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে।