লকডাউন আপনার জন্য, আপনাদের সবার জন্য। নিয়ম ভঙ্গ কারীরা জীবন নিয়ে খেলছেন। রবিবার মন কি বাতে বক্তব্য রাখতে গিয়ে দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতবাসীর উদ্দেশে তিনি এদিন বলেন, আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সুরক্ষার জন্যই লকডাউন। স্বাস্থ্যকর্মীদের লড়াই অনুপ্রেরণা যোগাচ্ছে। দেশকে সুরক্ষিত রাখতেই হবে। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। অনেকের অনেক কিছু অসুবিধা হচ্ছে। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী।
এদিকে দেশে আক্রান্তের সংখ্যা রোজি লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবুও অনেক জায়গাতেই মানুষ এখনও সচেতন নয়। মানুষ লকডাউনের মধ্যেই নিয়ম ভেঙে বাইরে বেরিয়ে যাচ্ছেন। তাই এই মুহূর্তে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট উল্লেখযোগ্য। মানুষ এরপরেও সচেতন না হলে ভারতবর্ষের কাছে তা আরও বড়সড় বিপদ নেমে আসবে। তাই সকলের উচিত লকডাউনের সমস্ত নিয়ম মেনে চলা।