দেশ

নীতিশ কুমারের এনআরসি বিরোধী মন্তব্যে অস্বস্তি বাড়ল বিজেপির

সিএএ ও এনআরসি ইস্যুতে ক্রমশ কোণঠাসা হচ্ছে কেন্দ্রের শাসকদল। একের পর এক শরিক দলের সঙ্গে এনিয়ে সম্পর্ক তলানিতে ঠেকেছে বিজেপির। সেই তালিকায় এবার নবতম সংযোজন কি তাহলে নীতিশ কুমার? এই সম্ভাবনা নিয়ে জল্পনা ক্রমশ জোরদার হয়েছে। সম্প্রতি এমনই ইঙ্গিত দিচ্ছিলেন নীতিশ কুমারের দলের সহ-সভাপতি প্রশান্ত কিশোর। তিনি লাগাতার বলেছেন, বিহারে এনআরসি হবে না পাশাপাশি এখানে নাগরিকত্ব আইন চালু করা হবে না। সেই প্রশান্ত কিশোরের সুরেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিধানসভায় বললেন, এ রাজ্যে এনআরসি চালু করার কোনও প্রশ্নই উঠছে না। এমনকি নাগরিকত্ব আইন নিয়মের পুরোদস্তুর বিতর্ক হওয়া উচিত।

নীতিশ প্রস্তাব দিয়েছেন, সংসদের বাজেট অধিবেশন আসন্ন। তাই সব দলকে নিয়ে বৈঠক করা হবে। সকলের জানা দরকার। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ওই বৈঠকে উপস্থিত সিংহভাগ যদি আপত্তি জানায়, তাহলে এই আইনটি বাতিল করা উচিত। নিজেই বিধানসভায় এই মন্তব্য করে এ নিয়ে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এদিকে বিজেপির শরিক দলের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনআরসি নিয়ে তার বিরোধী অবস্থান স্পষ্ট করার পরেই অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। এতদিন এনিয়ে প্রশান্ত কিশোর বিভিন্ন মন্তব্য করলেও বিধানসভায় দাঁড়িয়ে নীতীশ কুমারের এই মন্তব্যে স্পষ্ট হয়ে গেছে যে পিকের ওই মন্তব্যগুলোর পিছনে আদতে তারই প্রত্যক্ষ সমর্থন ছিল। প্রশান্ত কে দিয়েই হয়তো নীতিশ কুমার বিজেপিকে বার্তা দিতে চেয়ে ছিলেন। প্রসঙ্গত এ বছরই বিধানসভা ভোট রয়েছে বিহারে। তার আগে প্রধান শরিক দলের এরকম বিরোধী অবস্থানে যথেষ্ট শংকিত বিহারের বিজেপি নেতৃত্ব।

Loading

Leave a Reply