অরূপ ঘোষ, ঝাড়গ্রামঃ- আজ ২৩ শে জানুয়ারী, এদিন ভারতের মুখ উজ্বল করতে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন এবং যেই মহান মানুষটির জন্য ইংরেজ শাসনের সময় ভারতবাসী তথা দেশ বাসীরা স্বাধীনতার মুখ দেখেছিলেন আজ সেই মহান অমর নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৩ তম জন্মদিন সারা দেশের সাথে সুদুর বাংলার মাটিতে ঝাড়গ্রামে পালিত হলো। ঝাড়গ্রাম জেলাতে দুঃস্থ অসহায় মানুষদের সাহাযার্থে ও ছোটদের অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন আলো দেখাতে আত্মপ্রকাশ হলো প্রত্যাশা ফাউন্ডেশন।
এই প্রতিযোগিতায় মোট ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো। এদিন উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সভাপতি কৃষ্ণ প্রসাদ দোলাই,বিশিষ্ট চিত্র শিল্পী মানব বাগচী,সমাজসেবী পিউ গিরি, অধ্যাপক অশোক মহান্তি, নৃত্য শিল্পী গতি দে, সংগীত শিল্পী ও সমাজ সেবী প্রজ্ঞা পারমিতা মন্ডল সংগঠনের সদস্য তপন দাস, সুজাতা মাইতি,এ ছাড়াও উপস্থিত ছিলেন চিত্র শিল্পী বিশ্বরূপ বিশ্বাস সহ আরো বহু বিশিষ্টব্যক্তি বর্গেরা। এদিন মহান দেশপ্রেমী তথা দেশের নেতা নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৩ তম জন্মদিন উপলক্ষে উপস্থিত সকলেই নেতাজীর বিষয়ে নানান বক্তব্য রাখেন। এদিন প্রত্যাশা ফাউন্ডেশন উন্মোচন ও নেতাজীর জন্মদিন উপলক্ষে আবালবৃদ্ধবনিতার ভীড় ছিল লক্ষনীয়।