নৈহাটিতে বিস্ফোরণের জের। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল চুঁচুড়ার চকবাজারে গৌরহরি হরিজন বিদ্যামন্দির। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নৈহাটির রামঘাটে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে যে ভয়াবহ বিষ্ফোরন ঘটে তাতে ব্যাপক ক্ষতি হয় গঙ্গা পাড়ের চুঁচুড়া শহরে। বিষ্ফোরণের শব্দের জেরে চুঁচুড়ার বহু বাড়ির জানালার কাঁচ ভাঙে। ফাটলও দেখা দেয়। আর তাতেই ব্যাপক ক্ষতি হয় চকবাজারের গৌর হরি হরিজন মাধ্যম স্কুলে। স্কুলের মূল ভবনের দেওয়াল জুড়ে ফাটল দেখা দেয়।
লোহার দরজার ছিটকানি উপরে যায়। একটি ব্যালকনির প্রায় ঝুলন্ত অবস্থা। পড়ুয়াদের জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিববদন যাদব, বলেন এদিন আমরা ভবনের কোথায় কোথায় ক্ষতি হয়েছে তার রিপোর্ট তৈরি করছি। পাশাপাশি ইঞ্জিনিয়াররাও আসছেন। তাঁরা সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারন আমরা পড়ুয়াদের জীবনের কোনরকম ঝুঁকি নিতে পারব না।