বিশ্ব

নোবেল করোনা ভাইরাস সংক্রমণকে মহামারি ঘোষণা করল হু

বিশ্বজুড়ে এখন আতঙ্কের একটাই নাম নোবেল করোনাভাইরাস। চীনের হুয়ান প্রদেশ থেকে এই রোগের সংক্রমণ শুরু হলেও বর্তমানে গোটা বিশ্বে এই ভাইরাস প্রভাব বিস্তার করছে। এই পরিস্থিতিতে এই মারণ ভাইরাস করোনাকে প্যানডেমিক অর্থাৎ মহামারি রূপে ঘোষণা করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বুধবার রাতে তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে হু। এমনকী এই মারণ ভাইরাস নিয়ে যে তারা যথেষ্ট উদ্বিগ্ন তা ব্যক্ত করা হয়েছে।

হু সূত্রে জানা গিয়েছে, বিশাল আকৃতির ভৌগলিক এলাকাজুড়ে যদি কোনও রোগ ছড়িয়ে পড়ে তাহলে সেই রোগকে প্যানডেমিক রূপে অ্যাখ্যা দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে সারা বিশ্বে করোনাতে মৃত্যু হয়েছে প্রায় ৪৩০০ জনের। তবে চীনেই সেই সংখ্যাটা বেশি। এমনকী বর্তমানে সারা বিশ্বে এই রোগে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাপিয়ে গিয়েছে।

দিন দিন সারা বিশ্বের অর্থনীতিতেও এই মারণ ভাইরাসের প্রভাব পড়তে চলেছে। তাই এই ভাইরাস বর্তমানে মহামারির আকার ধারণ করেছে। হু-এর চিফ ট্রেডস আধনম সংবাদমাধ্যমে জানিয়েছেন, নোবেল করোনা ভাইরাসের প্রতিটি সংক্রমণের উপর আমরা নজর রাখছি। এই ভাইরাস সংক্রমণের ব্যাপকতার করাণেই একে প্যানডেমিক বলে ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, চীনের হুয়ান প্রদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শুরু হলেও বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও ইউরোপ মহাদেশের বহু দেশে এই ভাইরাসের সংক্রমণ দ্রুতহারে ছড়াচ্ছে। এই রোগের ভয়াবহতা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তা তাদের বিবৃতিতেই স্পষ্ট।

Loading

Leave a Reply