দেশ

পথকুকুরদের খাবারের সংস্থানে ৫ লক্ষ টাকা অনুদান রোহিতের

করোনা নামক মহামারির তাণ্ডবে যখন সমস্ত বিশ্বের সাথে ভারতবর্ষের অবস্থাও শোচনীয়, এমনকী ভারতবর্ষের মানুষের সাথে সাথে পশু পাখিদের অবস্থাও বেশ গুরুতর। তখনই ভারতের মানুষকে সাহায্যের সাথে সাথে পশুদের পাশে এসে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। জানা গেছে, করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন রোহিত শর্মা ।

কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন তিনি। ৪৫ লক্ষ টাকা ডোনেশন দিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। ২৫ লক্ষ টাকা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে। তার সঙ্গে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন ভারতের মানুষের খাবার জন্য ত্রাণ তহবিলে। তার সঙ্গে আরও ৫ লক্ষ টাকা দিয়েছেন পথ কুকুরদের খাবারের সংস্থান করতে।

উল্লেখ্য, সমস্ত হোটেল রেস্টুরেন্ট বন্ধ। মানুষের খাবারই জুটছে না ঠিকঠাক। সেই মতো অবস্থায় পশুপাখিদের বাঁচানোর দুর্দায় হয়ে উঠেছে। এই রকম পরিস্থিতিতে রাস্তার কুকুরদের সাহায্যের জন্য এগিয়ে এলেন রোহিত শর্মা। এর আগে বাংলাতেও টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দেখা যায় বাড়ির সামনে পথ কুকুরদের খাবার দিতে। অন্যদিকে, তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও পথকুকুরদের সাহায্যের আবেদন করেন।

Loading

Leave a Reply