পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ- পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মেহেন্দি পাড়া এলাকায়। ঘটনার জেরে বহুক্ষণ এর জন্য অবরুদ্ধ হয়ে পড়ে মালদা-বালুরঘাট গামী ৫১২ নং জাতীয় সড়ক। বহু গাড়ি জ্যাম এর ফলে ঘুরপথে গন্তব্য স্থলে যেতে বাধ্য হয়।পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম কার্তিক মুর্মু বয়স আনুমানিক ২১ বছর, বাড়ি হরিরামপুর এর বোরোকসবা এলাকায়।
যদিও এখন অব্দি পথ দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার কিছুক্ষণের মধ্যেই বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে রশিদপুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠানো হবে বলে জানা যায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ।