বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা স্বামীর।শিক্ষা দিতে ঘুমন্ত স্বামীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার শিবমপুরবাঁধ এলাকায়। বর্তমানে দগ্ধ স্বামী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিদ্বগ্ধ ওই ব্যক্তির নাম জগন্নাথ মণ্ডল। সম্প্রতি জগন্নাথবাবু জানতে পারেন তাঁর স্ত্রীর সঙ্গে প্রতিবেশী এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কথা জানতে পারায় প্রতিবাদ করেন তিনি। এই নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল। বুধবার রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন জগন্নাথ মণ্ডল । এরপর পরিকল্পনামাফিক ঘর খুলে রাখেন স্ত্রী। মাঝরাতে স্ত্রী এবং তার প্রেমিক মিলে ঘুমন্ত জগন্নাথ বাবুর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাতেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকেরা জানান, দেহের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে জগন্নাথ মণ্ডলের। আক্রান্তের মা বিমলা মণ্ডলের অভিযোগ, বৌমা এবং তার প্রেমিক মিলে কেরোসিন তেল ঢেলে ঘুমন্ত ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা করে । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত স্ত্রী। এই ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ।