জেলা

পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন আরাবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা

পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন আরাবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। তাঁকে গুরুতর জখম অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর একটি হাতে মারাত্মক আঘাত লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। জানা গিয়েছে, শনিবার সকালে তিনি আরাবাগের ডোঙ্গল এলাকায় একটি রক্তদান শিবিরে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে আরামবাগের গিজাতলায় একটি বাঁকের মুখে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি গাড়িতে ছিলেন বিধায়ক। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তড়িঘড়ি সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়।



দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, তৃণমূলের আরামবাগ টাউন সভাপতি তথা ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। তাঁরা বিধায়কের চিকিৎসার তদারকি করেন। একদিকে করোনা আতঙ্কে সকলেই উদ্বিগ্ন। তারই মধ্যে বিধায়কের এই দুর্ঘটনার খবরে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়ককে হাসপাতালে নিয়ে অসার সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তাঁর স্বাস্থ্যের প্রতি সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। তাঁর বাঁ হাতে গুরুতর চোট লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতালের বেডে বসে বিধায়ক জানিয়েছেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা ঘটেছে। এখন মোটামুটি সুস্থ আছি।



Loading

Leave a Reply