বাড়িতে স্ত্রী রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল খুরশেদ মমিনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই চলছিল পারিবারিক বিবাদ। শেষপর্যন্ত গ্রামের লোক সালিশি সভা বসায়। আর সেখানেই নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন খুরশেদ। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক থানার নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্বামী খুরশেদ মমিন ভর্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সালিশি সভায় সবার সামনেই স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন স্ত্রী। এরপরই আত্মসম্মানে আঘাত লাগায় নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন স্বামীর। স্বাভাবিকভাবে ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তবে আত্মসম্মানবোধ স্বামীর এই কাণ্ডের জেরে এলাকায় শুরু হয়েছে চর্চা।