নতুন বছরে পরমাণু অস্ত্র ইস্যুতে আমেরিকার উপর চাপ বাড়ানোর কৌশল নিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ওয়াশিংটন নতুন করে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে প্রস্তাব দিতে ব্যর্থ হলে নতুন পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছেন কিম। ইতিমধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা থমকে যাওয়ার পর আমেরিকার উপর বেজায় চটেছেন কিম। ভবিষ্যতে তাঁর দেশ কৌশলগত অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার জন্য বেঁধে দেওয়া সময় সূচি শেষ হওয়ার পরেই কিমের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনবার বৈঠক হয়েছে কিমের।
উত্তর কোরিয়ার অভিযোগ, পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সহযোগিতার হাত বাড়ানো হলেও আগ্রহ দেখায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। এই বছরের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে নতুন করে প্রস্তাব দিতে ব্যর্থ হলে নতুন পথ বেছে নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেে উত্তর কোরিয়া। সেদেশের শাসকদল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আমেরিকার সঙ্গে থমকে যাওয়া বৈঠক ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। কিমের বক্তব্যের উদ্ধৃতি করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে,, আমেরিকা যদি তাদের অবস্থান থেকে সরে না আসে তাহলে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাওয়া হবে। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য সবসময় দরজা খোলা রাখা হচ্ছে বলেও জানিয়েছেন কিম।