রামপুরহাটের সুলঙ্গা গ্রাম আদিবাসী অধ্যুষিত। এমনিতেই জনবসতি কম হওয়ায় গ্রাম সব সময় ফাঁকা থাকে। লকডাউন চলার জেরে এখন গ্রাম কার্যত শুনশান। এই পরিস্থিতিতে গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান গ্রামের বাসিন্দারা।
তারা গিয়ে দেখেন একটি কাপড়ে মোড়া রয়েছে ফুটফুটে সদ্যোজাত। সঙ্গে সঙ্গে তারা এলাকার সিভিক ভলেন্টিয়ার দের খবর দেন। এরপর এই শিশুটিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমগ্র বিশ্বের এই সঙ্কটজনক পরিস্থিতিতে গ্রামের মধ্যে সদ্যোজাত উদ্ধার হওয়ায় গ্রামবাসীরা ভালোবেসে তার নাম দিয়েছেন করোনা।
তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে কে বা কারা ওই শিশুটিকে পরিত্যক্ত বাড়িতে ফেলে গেছে তার তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে স্থানীয় এক দম্পতি শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।