দেশ রাজ্য

পরিযায়ী শ্রমিকদের রেল ভাড়া মেটাবে রাজ্য, রেলকে চিঠি দিয়ে জানাল পশ্চিমবঙ্গ সরকার

করোনা উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা পরিযায়ী শ্রমিক। বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে সর্বত্র চর্চা চলছে। এনিয়ে সবচেয়ে বেশি বিতর্কের ঝড় ওঠে যখন রেলের তরফে জানানো হয় যে, পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া তাঁদের নিজেদেরই মেটাতে হবে। এনিয়ে সর্বত্রই বিরোধীরা সরব হয়। অবশেষে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। তারা ঘোষণা করেছে যে, পরিযায়ী শ্রমিকদের আসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।

এনিয়ে তারা রেলকে চিঠি লিখে জানিয়ে দিয়েছে। এই ঘোষণায় অনেকটাই স্বস্তিতে বহু পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার। এর আগে রাজ্যের তরফে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে প্রচেষ্টা প্রকল্পে ১ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে, উত্তরপ্রদেশে দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মমতা। জখমদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি তিনি মৃত ও জখমদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তিনি।

Loading

Leave a Reply