মৃত্যুর দায় কাঁধ থেকে এক ঝটকায় ঝেড়ে ফেলল রেল। জানা গেছে, মুজফফরপুর স্টেশনে ট্রেন ঢোকার কিছুক্ষণ আগেই ওই মহিলা শ্রমিকের মৃত্যু হয়। তার পরের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। লাভ কিছুই হয় না। শ্রমিকের মৃত্যু বলে কথা! তাই রেল তাতে ন্যুনতম সহানুভূতিটুকু দেখায়নি বলে অভিযোগ। উল্টে রেলের পক্ষ থেকে নাকি দাবি করা হচ্ছে, ওই মহিলা আগে থেকেই অসুস্থ ছিল। ট্রেনেই অসুস্থার কারণে তাঁর মৃত্যু হয়েছিল।
অনেকে বলছেন, যাঁদের কঠোর পরিশ্রমের উপর দাঁড়িয়ে আছে গোটা দেশ, নতুন সভ্যতা তাঁদেরই জীবনের যেন মূল্যই নেই। তবে এই লকডাউনে কিছু ছবি হয়তো দেশবাসীর আগামী কয়েক বছর মনে থাকবে। বর্তমানে শ্রমিকদের অবস্থা কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতাকে মনে করিয়ে দিল।