রাজ্য

‘পরি্যায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে রাজ্যকেই’ চিঠি কেন্দ্রীয় স্বরাস্ট্রসচিবের

পরিযায়ী শ্রমিকদের গতিবিধি সামলানোর রাজ্যের দায়িত্ব, এমনই জানিয়ে দিল কেন্দ্র৷ সব রাজ্যের মুখ্যসচিবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে তা জানিয়েছেন। আর পরিযায়ী শ্রমিকরা যাতে রাস্তায় বা রেল লাইনে না হাঁটেন, তা নিশ্চিত করতে হবে রাজ্যকেই৷ শুধুমাত্র শ্রমিক স্পেশাল ট্রেনেই তাঁরা সফর করবেন ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা চিঠিতে লিখেছেন, আটকে পড়া যে সব পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন, তাঁদের গতিবিধির দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকেই৷ যদি কোনও পরিযায়ী শ্রমিক রাস্তা বা রেললাইনে হাঁটছেন দেখা যায়, তাঁর কাউন্সেলিং করতে হবে৷ খাবার, বাসস্থান দিতে হবে সেই রাজ্যকে৷ তাঁরা যাতে শ্রমিক স্পেশাল ট্রেন ও বাসে বাড়ি ফেরেন, তাও রাজ্যকে সুনিশ্চিত করতে হবে৷’

প্রসঙ্গত, শুক্রবারই পরিযায়ী শ্রমিকদের নিয়ে দায়ের করা একটি মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কেউ যদি রেললাইন ধরে হাঁটেন বা রাস্তায় হাঁটতে শুরু করে দেন, আদালতের পক্ষে তা নজর রাখা সম্ভব নয়৷ রাজ্যগুলিকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে৷ সবমিলিয়ে কেন্দ্রের এই চিঠি নিয়ে শুরু হয়েছে তৎপরতা।

Loading

Leave a Reply