রাজ্য

পরীক্ষার গার্ড না থাকলে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যেতে হবে না, বিভ্রান্তি কাটালেন শিক্ষামন্ত্রী

করণা সর্তকতা হিসাবে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে যে বিতর্ক চলছিল এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই জানিয়ে দিলেন বিতর্কের কোনও কারণ নেই। তিনি সাফ জানিয়ে দিলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ থাকবে বলে যে বিজ্ঞপ্তি দিয়েছেন সেটাই চূড়ান্ত ।” বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলছে শুধুমাত্র সেই পরীক্ষাগুলি হবে।

পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য যে সমস্ত শিক্ষকদের স্কুলে যেতে হবে কেবলমাত্র সেই সমস্ত শিক্ষকরাই স্কুলে যাবেন। বাকি শিক্ষক-শিক্ষিকারা থাকবেন ছুটিতে। তাই শিক্ষকদের কোনও জল্পনার প্রয়োজন নেই। আপনারাও এবার করোনা এড়াতে সুস্থভাবে বাড়িতেই থাকুন। এর ফলে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বিভ্রান্তি কাটল। করোনা রুখতে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছে শিক্ষা মহল। তবে যে সকল শিক্ষক-শিক্ষিকাদের বোর্ডের পরীক্ষায় গার্ড রয়েছে তাঁদেরও সমস্ত রকম সচেতনতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Loading

Leave a Reply