আরামবাগ

পাঁচ হাজার বিঘা জমির ফসল বাঁচাতে অবস্থান বিক্ষোভ চাষিদের 

আরামবাগ : ৫০০০ বিঘা জমির ফসল বাঁচাতে PWD এর আধিকারিকদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ আরামবাগের সালেপুরের রামনগরের কৃষকদের। পাকার কালভার্টের দাবিতে রাস্তা অবরুদ্ধ করে রাখেন তাঁরা। সালেপুরের রামনগরের কৃষকদের এ যেন মরার উপর খাড়ার ঘা। এমনিই কৃষকরা চাষবাস করে বিশেষ কিছু মুনাফা লাভ করতে পারছে না। তার উপর বর্তমান প্রজন্মের অধিকাংশ ছেলে মেয়েই কৃষি কাজে বিমুখ। এমতাবস্থায় রামনগর কোলেপুকুরের ৫০০০ বিঘা জমির জল নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যার মুখে পড়েছেন এলাকার কৃষকেরা। জানা গেছে, ওই এলাকায় ২৪ নম্বর রুটের সড়ক পথটি দীর্ঘদিন ধরেই মেরামতির কাজ চলছে। মাঠের জল নিকাশি ব্যবস্থার জন্য একটি পাকার কালভার্ট ছিল কোলে পুকুর এলাকায়। কিন্তু PWD বর্তমানে রাস্তা তৈরি করতে গিয়ে পাকার কালভার্টটি ভেঙে দিয়ে একটি পাইপ দিয়ে জল নিকাশির ব্যবস্থা করেছে। কৃষকরা বারবার পাকার কালভার্টের ব্যবস্থা করার আবেদন জানালেও তাদের কথার কোনও ভ্রুক্ষেপ না করেই শুক্রবার সকাল থেকে PWD এর আধিকারিকরা তাদের কাজ শুরু করে।

কৃষকের দাবি জমির জমা জল ওই একটি কালভার্টের মধ্য দিয়েই পাশ করে। সেক্ষেত্রে সরু পাইপের সাহায্যে ৫০০০ বিঘা জমির জল নিকাশি সম্ভব হবে না। উল্টে নিকাশি ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার ফলে কৃষিজ জমিগুলোতে জল জমে ফসল নষ্ট হয়ে যাবে। কৃষকদের আরও দাবি তাঁরা সমবেত হয়ে পঞ্চায়েতে জানানোর পরে পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেও মৌখিক এবং লিখিতভাবে তাঁদের অসুবিধার কথা জানালে কৃষকদের গ্রেপ্তারের হুমকি দেয় তারা। এমতাবস্থায় ওখানকার কৃষকরা এদিন সিমেন্টের কালভার্টের দাবিতে ২৪ নম্বর রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বেশ কয়েক ঘন্টা আরামবাগ ২৪ নম্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার চাষিরা । এতে ব্যাপক যানজট তৈরি হয় আরামবাগ থেকে ২৪ নম্বর রাস্তা। রাস্তা অবরোধ করে PWD এর আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন তাঁরা। কিন্তু তাঁদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

এই ঘটনায় পঞ্চায়েত সদস্য জানান পুলিশি আশ্বাসে এবং পঞ্চায়েতের আশ্বাসে অবরোধ উঠিয়ে নিয়েছে চাষিরা। পাশাপাশি একটি পাইপ দিয়ে কাজ ও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পিডব্লিউডি র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলতে গেলে তিনি বলেন এখন মার্চ মাস তিনি এ বিষয়ে কিছু কথা বলবেন না।

Loading

Leave a Reply