পাকিস্তানের করাচিতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটল। পাকিস্তান এয়ারলাইন্সের ওই বিমানটি করাচির কাছে ভেঙে পড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। ওই বিমানটিতে মোট 107 জন যাত্রী ছিলেন বলে বেসরকারি সূত্রে জানা গেছে। তবে বিমানের কোনো যাত্রী বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। বিমানে থাকা 107 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলেই বিশেষ সূত্রে খবর। জানা গেছে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণ করার আগেই ঘনবসতিপূর্ণ এলাকা গার্ডেনের কাছে ভেঙে পড়ে।
এমনকি ওই বিমান ভেঙে পড়ার শব্দ বহুদূর পর্যন্ত পাওয়া। যায় তারপরেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে ওঠে দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানটি। এমনকী যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখানকার বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে গিয়েছে বলে বিশেষ সূত্রে খবর। যদিও পাকিস্তান সরকারের পক্ষে সরকারিভাবে এ বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি।