দেশ

পাচঁ হাজার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিলেন হরভজন সিং ও তার স্ত্রী ৫০ লক্ষ টাকা অনুদান যুবরাজ সিংয়ের।

করোনার জেরে জলন্ধরের অভুক্ত পাঁচ হাজার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হরভজন এবং তাঁর স্ত্রী গীতা৷ তার এই দায়িত্বের কথা তিনি টুইট করে নিজেই জানিয়েছেন। হরভজন লিখেছেন, ‘সর্বশক্তিমানের আশীর্বাদে গীতা এবং আমি জলন্ধরের পাঁচ হাজার পরিবার যাঁরা এই কঠিন সময়ে খাবার পাচ্ছেন না তাঁদের হাতে রেশন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ আমরা তাঁদের সহযোগিতা করে যাব এবং সহনাগরিকদের পাশে যেভাবে সম্ভব থাকব যাতে তাঁদের লড়াইটা একটু সহজ করতে পারি৷ নিরাপদে থাকুন, ইতিবাচক থাকুন৷ ভগবান সবার মঙ্গল করুন৷ জয় হিন্দ৷’

প্রসঙ্গত, বর্তমানে তিনি মুম্বইয়ের বাসিন্দা হলেও সেখান থেকেই যাবতীয় ব্যবস্থা করছেন হরভজন৷ তিনি জানিয়েছেন, তাঁর ঘনিষ্ঠ অনেক বন্ধুই এখনও জলন্ধরে থাকেন৷ তাঁরা ইতিমধ্যে পাঁচশো পরিবারের হাতে রেশন তুলে দিয়েছেন৷ পাশাপাশি পঞ্জাব পুলিশের ডিসি-র সঙ্গেও কথা বলেছেন হরভজন৷ পুলিশের পরামর্শ অনুযায়ী বাকি পরিবারগুলিকে চিহ্নিত করে খাবারের প্যাকেট তুলে দেবেন হরভজনের বন্ধুরা ৷

প্রাক্তন তারকা স্প্রিনার হরভজন জানিয়েছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন গৃহহীন এবং কর্মহীন মানুষদের খাবার দেবেন তিনি এবং তাঁর স্ত্রী ৷ অন্যদিকে ভারতীয় টিমের অলরাউন্ডার যুবরাজ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা অনুদান করেছেন। এর আগে ভারতীয় দলের সৌরভ গাঙ্গুলী, শচীন তেন্ডুলকর বিরাট কহলি থেকে শুরু করে বেশ কয়েকজন খেলোয়াড় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন।

Loading

Leave a Reply