দেশ

পাঞ্জাবে চলন্ত স্কুলভ্যানে আগুন, জীবন্ত পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৪ পড়ুয়ার

স্কুল ভ্যানে আগুন লেগে যাওয়ায় পাঞ্জাবে আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল চার পড়ুয়ার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাংরুর জেলার লোঙ্গয়াল-সিডসমাচার রোডের উপর। ঘটনায় দুঃখ প্রকাশ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আগুন লাগার কারণ নিয়ে রাত পর্যন্ত ধোঁয়াশা রয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাসচালিত ওই গাড়িটি পড়ুয়াদের পরিবহণে একেবারে উপযুক্ত ছিল না। ভাঙাচোরা অবস্থাতেই সেটি চালানো হতো। পরিবর্তনের প্রয়োজনীয় অনুমোদন ছিল না চালকের। খুব সম্ভবত সিলিন্ডার থেকে কোনও গ্যাস লিক করে এই আগুন ধরেছে। এই ঘটনায় স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পরই স্কুলের প্রিন্সপ্যালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

গাড়িটি ছিল স্থানীয় একটি বেসরকারি স্কুলের। তাতে ১২ জন পড়ুয়া ছিল। তাদের সবার বয়স ১২ বছরের মধ্যে। স্কুলছুটির পর ছাত্রদের বাড়ি ফেরার পথে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। চালক দরজা খোলার চেষ্টা করছিলেন। কিন্তু ব্যর্থ হন। রাস্তার পাশের মাঠে কর্মরত কৃষক এসে কোনওরকমে দরজা ভেঙে পড়ুয়াদের উদ্ধার করেন। তাঁদের চেষ্টাতেই ৮ জনের প্রাণ বেঁচে গিয়েছে। কিন্তু ঘটনাস্থলে তিন বছরের এক শিশু কন্যা সহ চারজনের মৃত্যু হয়েছে। প্রথম দিনে স্কুলে গিয়েছিল ওই শিশুকন্যা।

Loading

Leave a Reply