বর্তমানে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরাই পাবজি গেমের প্রতি আসক্ত। কিন্তু এবার সেই পাবজি ডেকে আনল ভয়ঙ্কর বিপদ। পাবজি খেলতে খেলতে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন দুই যুবক। তাঁরা এই গেমে এতটাই মত্ত ছিলেন যে ট্রেন আসার শব্দ শুনতে পাননি। কাটোয়া আজিমগঞ্জ শাখার সালার স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় দুই যুবকেরই মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম রাজকুমার দাস ও সোমনাথ দাস। দুজনেরই বাড়ি সালারের দাস পাড়া এলাকায়। দুর্ঘটনার পর পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুই যুবক পাবজি খেলায় মগ্ন থাকায় ট্রেনের শব্দ তাদের কানে পৌঁছায়নি তার ফলেই এই দুর্ঘটনা বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। জানা গেছে ওই দিন সন্ধ্যায় দুই যুবক কাটোয়ার দিকে মুখ করে রেল লাইন বরাবর হাঁটছিলেন।
তাদের দুজনের কানে হেডফোন লাগানো ছিল। দু’নম্বর লেভেল ক্রসিং পার করে লাইন দিয়েই তাঁরা হাঁটছিলেন। আর সেই সময়ে কাটোয়ার দিকে যাচ্ছিল কাটোয়া আজিমগঞ্জ লোকাল। ট্রেনের চালক বারবার হর্ন বাজানো সত্ত্বেও ওই যুবকরা এতটাই গেমে মত্ত ছিলেন যে তাঁদের কানে সেই শব্দ পৌঁছয়নি। অবশেষে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ব্যাপকভাবে বাজি খেলার প্রচলন রয়েছে। প্রতিদিন বিকেল হলেই রেললাইনের পাশে এলাকার অসংখ্য যুবক পাবজি খেলায় মগ্ন হয়ে পড়েন। এমনকী এলাকার যুবকরা দল বেঁধে লাইনের ধারে পাবজি খেলেন বলেও অভিযোগ।