খেলা রাজ্য

পিকের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিল রাজ্য সরকার

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী খেলোয়াড় তথা সফল কোচ প্রদীপ ব্যানার্জি। ভারতীয় ফুটবলের এই লেজেন্ডের সমস্ত চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী এমনই ঘোষণা করেছেন। স্বাস্থ্য দপ্তরকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া পিকের মেয়ে পলা ব্যানার্জিকেও এ ব্যাপারে জানানো হয়েছে। এদিকে হাসপাতালে চার সদস্যের মেডিকাল টিম নিয়ে পিকেকে দেখতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ওই মেডিক্যাল টিমে ছিলেন খ্যাতনামা চিকিৎসকরা। তাঁরা পিকের শারীরিক অবস্থা নিয়ে আলোচনাও করেছেন।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যদপ্তর পিকের চিকিৎসার দায়িত্ব নেবে। উনি সারা ভারত তথা বাংলার ফুটবলে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি যুব ফুটবলারদের কাছে এখনও আইকন। তবে শুধু খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবেও তিনি দারুণভাবে সফল। ওঁর দ্রুত আরগ্য কামনা করি। আমরা ওঁর পরিবারের পাশে আছি।

Loading

Leave a Reply