রাজ্য

পিছালো পৌর-নির্বাচন, জুন মাসে রাজ্যে নির্বাচন হতে চলেছে জানাল নির্বাচন কমিশন।

করোনা ভাইরাসের জেরে এবার পিছাল রাজ্যের পুরনির্বাচন, সোমবার নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। জানা গেছে হাওড়া ও কলকাতায় ভোট গ্রহণ হবে জুনের প্রথম সপ্তাহে বাকি রাজ্যের ১০০ টি পুরসভায় জুনের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হবে বলে কমিশন সূত্রে দাবি করা হয়েছে।

আপাতত এই সিদ্ধান্ত স্থির করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রত্যেকটি রাজনৈতিক দল চাইছিল পুরভোট পিছিয়ে যাক। আর এই ভোট যে পিছিয়ে যাবে সোমবার সকাল থেকেই তার আঁচ পাওয়া যাচ্ছিল। কিন্তু এদিনের এই বৈঠকের পর নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়ে দিলেন এই মুহূর্তে পুরনির্বাচন করা যাবে না। বিপদ কাটলে তারপর ভোট হবে।

Loading

Leave a Reply