বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে। চীন থেকে প্রথম এই ভাইরাস সংক্রমণ শুরু হলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে। আর তার প্রভাব এসে পড়েছে বিশ্বজুড়ে খেলার মাঠেও। সংক্রমণ এড়াতে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ গ্যালারিশূন্য অবস্থায় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করার পরই ভারতের বিভিন্ন খেলার মাঠেও এর প্রভাব পড়েছে। এর জেরে ঘোর সঙ্কটে পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ আইপিএল।
তবে আপাতত ঠিক হয়েছে ২৯ মার্চের বদলে ১৫ এপ্রিল থেকে আইপিএল শুরু হবে বলে মনে করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রয়োজনীয় নির্দেশ মেনে চলার জন্য বিসিসিআইকে আবেদন করেছে। কাল শনিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক বসতে চলেছে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। আইপিএল আয়োজন নিয়ে বেশ কিছু বিধি নিষেধের কথা মাথায় রাখতে হবে বিসিসিআইকে। একদিকে যেমন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিষেধাজ্ঞা রয়েছে। তেমনই ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসার আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই সেক্ষেত্রে বিদেশের তারকারা আসতে পারবেন না। ফলে আইপিএলের জনপ্রিয়তায় ভাটা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সব দিক মাথায় রেখেই আপাতত ঠিক হয়েছে ১৫ এপ্রিল থেকে হবে আইপিএল। পাশাপাশি এত জনপ্রিয় লিগের ম্যাচ দর্শকশূন্য গ্যালারিতে করলে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়বে ফ্র্যাঞ্চাইচি থেকে আয়োজকরা। সমস্ত কিছুই নির্ভর করছে কালকের মিটিংয়ের সিদ্ধান্তের উপর। তবে নতুন সিডিউল এখনও প্রকাশ করা হয়নি।
- স্ত্রীর প্রেমিকের যৌনাঙ্গে কামড় স্বামীর !
- প্রেমের প্রতিশোধ : প্রেমিকাকে কাছে এলো ৩০০ ক্যাস অন ডেলিভারি
- পাঁচ হাজার বিঘা জমির ফসল বাঁচাতে অবস্থান বিক্ষোভ চাষিদের
- মায়ের গ্রামে এসে পৌঁছালো ট্রেন
- আমবারুণীর দিনেই দীঘির জলে অন্তর্ধান হয়ে যান মা দুর্গা, তারপর থেকেই শুরু রায়দিঘীর মেলা।